তাহফিজুল কুরআন ও ইসলাম মিশন শিক্ষা প্রতিষ্ঠান ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা’ ঢাকাস্থ সাভারের আশুলিয়ার খেজুরটেক, নলাম এলাকায় (গণ বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে) এই প্রতিষ্ঠানটি অবস্থিত। মাদরাসাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামি ব্যক্তিত্ব আলহাজ মাওলানা নূরুল আমীন কাজী (রহ.)। তিনি ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা, জমিদাতা ও মোতাওয়াল্লি।
দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানকালে সাদাকায়ে জারিয়া, দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের নিয়তে মাওলানা নূরুল আমীন কাজী (রহ.) তার পিতার নামানুসারে প্রতিষ্ঠা করেন ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা’। তার মৃত্যুর পর তার সন্তানরা এখন অত্র মাদরাসা পরিচালনা ও মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবদ্দশায় তিনি দ্বীন ইসলামের খেদমতে প্রচুর দান সাদাকাহ করে গেছেন। দীর্ঘদিন অসুস্থ থেকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি তিনি আল্লাহর জিম্মায় চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা এই দায়ী ইলাল্লাহকে কবুল করুন ও তার রুহের মাগফেরাত দান করুন, আমিন।
মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি আধুনিক ও ইসলামী শিক্ষা গ্রহণ করে অসংখ্য হাফেজে কুরআন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে এর পাঠদান চলছে। যার ফলশ্রুতিতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের আশায় দেশ, জাতি ও দ্বীন ইসলামের খেদমত করে আসছে।
মাদরাসার শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা ও কার্যকরি পদক্ষেপের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি একদিন বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। তাই মাদরাসার উন্নয়নের জন্য আপনার আর্থিক দান/ডোনেশন, সাদাকাহ প্রদান করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
মাদরাসায় রয়েছে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা। আপনার সন্তানকে যুগোপযোগী, আধুনিক ও ইসলামী শিক্ষা প্রদান করতে ভর্তির জন্য আজই যোগযোগ করুন।
আলহাজ মাওলানা নূরুল আমীন কাজী (রহ.) এর ছোট ছেলে জনাব ফয়সাল আমিন কাজী, ফাহিম ফয়সাল নামে সুপরিচিত। তিনি একজন শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও মিডিয়া প্রফেশনাল। জনাব ফাহিম ফয়সাল বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি মাল্টিমিডিয়া এবং তথ্যপ্রযুক্তি শিল্পের উপর নিবিড় গবেষণা করেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের মিডিয়া, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় রয়েছে তার সরব পদচারনা। বাংলাদেশের শিক্ষা, ক্রিয়েটিভ ও মিডিয়া ইন্ডাস্ট্রিকে বিশ্বমানে উন্নিত করার জন্য উচ্চতর গবেষণা করছেন তিনি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে তার গতিশীল ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং এর বাস্তবায়নে ফাহিম ফয়সালের নীতিগুলি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ফাহিম ফয়সাল একজন মাল্টিমিডিয়া এবং ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, মিডিয়া কমিউনিকেশন স্পেশালিস্ট, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কপিরাইট-ইন্টেলেকচুয়াল প্রোপার্টি-ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি-মিডিয়া ইন্ডাস্ট্রির গবেষক-বিশ্লেষক-পরামর্শদাতা, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও রাজনৈতিক বিশ্লেষক, টিভি অনুষ্ঠান পরিচালক/প্রযোজক, কলাম লেখক, সঙ্গীতজ্ঞ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী।
তথ্যপ্রযুক্তি ও মিডিয়া উদ্যোক্তা হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন আই.টি প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লিঃ’, মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান ‘ইনসাইট কমিউনিকেশন’ এবং অনলাইন-অফলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘ব্লেন্ডেড লার্নিং সিসটেম’। তিনি বই বিষয়ক বুলেটিন ‘বইবার্তা’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক। দাতব্য সংস্থা ‘একিপ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান, যা সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় মানবিক কাজে সহায়তা করে তাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (অনার্স) এবং এম.এ ডিগ্রি অর্জনের পাশাপাশি আরও বহু বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন জনাব ফাহিম ফয়সাল। তিনি মিডিয়া, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, মিউজিক এবং তথ্যপ্রযুক্তি নিয়েও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বাংলাদেশের শিক্ষা, মিডিয়া, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে শুধু স্বপ্ন দেখাই নয় বরং স্বপ্নের বাস্তবায়নের জন্য নতুন নতুন আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ফাহিম ফয়সাল।
Is to allow them to think freely with unquenchable thrist to articulate, innovate and experiment. (txt will be changed)
To empower young learners to be critical thinkers, decision makers, and pioneers of good cause by instilling ethics and values in them. Thus, they will become ideal citizens. (txt will be changed)
We believe that wisdom comes from grounding in ethics and the ability to apply knowledge appropriately. (txt will be changed)
The first institute in the city to introduce and implement Inclusive Education 3.0 across its schools. ( txt will be changed)
Students
Teachers
Stuff
Satisfaction rate